Tag Archives: বিমা কোম্পানি

জনবিরোধী বিমা বিল এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলুন

মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দেশী দালাল মুত্সুদ্দি বুর্জোয়াদের টাকায় নির্বাচন জিতে এসেই ফ্যাসিবাদী বিজেপি ও তার মধ্যমণি গুজরাটের মুসলমান নিধনযজ্ঞ’র হোতা নরেন্দ্র মোদী কংগ্রেসের ফেলে যাওয়া কাজগুলি, যা মার্কিন সাম্রাজ্যবাদ ও দেশীয় মুত্সুদ্দি পুঁজিপতিদের স্বার্থপূরণ করে সেই সমস্ত কর্মকান্ডকে অগ্রগতি দিতে উঠে পড়ে লেগেছে।

বিমা বেসরকারীকরণের যে দৌড় এক কালে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকার চালু করে তার মাধ্যমে সাম্রাজ্যবাদী পুঁজি বেশি বেশি করে দিশি মুত্সুদ্দি বনিয়াদের খোলা বিমা সংস্থাগুলি তে নিবেশিত হয়। প্রথমত এই বিমায় বিদেশী বিনিয়োগের উচ্চ সীমা রাখা হয় ২৬ % যা নিয়ে বিদেশী বিনিয়োগকারী ও তাদের দিশি দালালরা বিকট চিত্কার চেঁচামিচী শুরু করে কারণ আইনি পথে তারা বেশি মুনাফা করতে পারছিল না।

বিদেশী সাম্রাজ্যবাদী বিনিয়োগকারীদের অন্যতম কিছু গোষ্ঠী হল ব্রিটেনের বিইউপিএ বা বুপা যারা অনালজীত সিংহের ম্যাক্স গোষ্ঠির সাথে ঐক্যবদ্ধ হয়ে ম্যাক্স বুপা প্রতিষ্ঠা করেছে, মুত্সুদ্দি বুর্জোয়াদের অন্যতম টাটা গোষ্ঠী হাত মিলিয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের বহু পুরানো খুঁটি আমেরিকান ইন্সুরেন্স গ্রুপ বা এআইজির সাথে টাটা এআইজি প্রতিষ্ঠা করতে, তেমনি আরও এক বনেদি মুত্সুদ্দি বিড়লা হাত মেলায় ক্যানাডার সান গ্রুপের সাথে বিড়লা সান লাইফ প্রতিষ্ঠা করতে।

এই সমস্ত যৌথ উদ্যোগ আসলে দিশি দালালদের ব্যবহার করে সাম্রাজ্যবাদীরা তাদের লোভ ও লালসাকে চরিতার্থ করতে এবং ভারতবর্ষের জনগণ কে শুষে নিংড়ে মুনাফার পাহাড় গড়তে। এই সব ছাড়াও সরকারী বিমা সংস্থা যেমন জীবন বিমা কর্পোরেশন, জেনারেল ইন্সুরেন্স, ও ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে সাম্রাজ্যবাদীরা অতি তত্পর হয়ে উঠেছে, তার কারণ এই সমস্ত সরকারী কোম্পানিগুলিতে জমা আছে দেশের খেটে খাওয়া ব্যাপক জনগণের রক্তে ঘামে অর্জিত টাকা। বিমা ব্যবসায় অর্থের পুলটাই সবচেয়ে জরুরি, যা গড়ে ওঠে সংস্থার গ্রাহকদের টাকায়। এই টাকার থেকেই পরবর্তীতে গ্রাহকদের বিমা দাবির টাকা মেটানো হয়, এবং এর ফলে এক ব্যাপক মুনাফার পাহাড় গড়ে তলে বিমা কোম্পানি এবং এই পুঁজির বৃহত অংশ আবার বিনিয়োগ হয় শেয়ার বাজারে। এই অর্থের বিপুল পাহাড় সাম্রাজ্যবাদীদের জিভের থেকে লালা ঝরাচ্ছে।

একবার এই অর্থের উপর কোপ মারতে পারলেই  পক্ষে  বাজারে অর্থের  পাওয়া, যে অর্থ তারা পুনরায় বিনিয়োগ করবে মুত্সুদ্দি বুর্জোয়াদের শেয়ারে। আর কংগ্রেস সরকারের এই ফেলে যাওয়া কাজটি পূর্ণ করার দায়িত্ব ন্যাস্ত হয়েছে ফ্যাসিবাদী বিজেপির উপর।  তাইতো পুরানো বিরোধিতা ভুলে আজ কংগ্রেস কে বিমা বিল পাশ করাতে তোষণ করছে বিজেপি।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী) চিরকালই বলে এসেছে যে কংগ্রেস ও বিজেপি একই সাঁপের দুইটি মুখ। বর্তমানে ভারতের মসনদে আসীন দাঙ্গাবাজ খুনি মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপি সরকার সেই সত্যকেই বারবার প্রমাণ করছে এবং জনগণ ভালো ভাবে বুঝছেন যে এদের রং আলাদা, ঢং আলাদা কিন্তু জাতে এরা এক।  এদের টিকি বাঁধা আছে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদের খুঁটিতে।

বিমা বেসরকারিকরণ বিল ও সমগ্র মানুষ খেঁকো নীতির বিরুদ্ধে আজ মেহনতি জনগণের প্রতিরোধ সংগ্রাম, শ্রমিক শ্রেনীর সলিডারিটি সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন।  ইতিহাস এই দায়িত্ব দিয়েছে চারু মজুমদার – মহাদেব মুখার্জীর পার্টি, হাজারো শহীদের রক্তে রাঙ্গা পার্টি সিপিআই (এম-এল) কে, তাই আজ মনের প্রসারতা বৃদ্ধি করে সিপিআই (এম-এল) এর বিপ্লবীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ভারতের সমস্ত বিপ্লবী শক্তির সাথে এক তীব্র ঐক্যবদ্ধ যৌথ সংগ্রাম গড়ে তুলে ফ্যাসিস্ট সরকারের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্যে।

চারু মজুমদার – সরোজ দত্ত’র শহীদ দিবসে এই শপথ নিয়ে এগিয়ে চলুন।